সাতক্ষীরার সীমান্ত থেকে ভারতীয় ফেন্সিডিলসহ আটক ২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
  • |
  • Font increase
  • Font Decrease

৭৩ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি মোটর সাইকেলসহ ২ জন আটক

৭৩ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি মোটর সাইকেলসহ ২ জন আটক

সাতক্ষীরার সীমান্ত থেকে ৭৩ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোমরা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন, মো. হাসান আলী ও জামাল বাদশা। তারা দুজনে সাতক্ষীরা সদর উপজেলার রাজার বাগান এলাকার বাসিন্দা।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বিজিবির ভোমরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের গাংনি ব্রিজ নামক জায়গা দিয়ে ভারত থেকে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। সেই তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির এসআইপি এনসিও হাবিলদার মো. আতাউর রহমানের নেতৃত্বে বিজিবি'র একটি চৌকষ টহলদলদল সীমান্তের দিক থেকে আসা ২ জন মোটরসাইকেল আরোহীসহ ৭৩ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করে।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সাতক্ষীরা সদর থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।