চাঁদপুরে নিহত সেলিম খানের লুণ্ঠিত পিস্তল উদ্ধার
৫ আগস্ট জনরোষে নিহত চাঁদপুরের সমালোচিত বালুখেকো সেলিম খানের লুণ্ঠিত পিস্তলটি উদ্ধার করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ও লেফটেন্যান্ট কর্নেল মো. মোয়াজ্জেম হোসেন ব্রিফিংয়ে এই তথ্য জানান।
পুলিশ সুপার জানান, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৯. এম. এম পিস্তলসহ ৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। সন্ধ্যা ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাপদি একটি বাড়ির রাস্তার পাশে বাঁশবাগান থেকে এই পিস্তল উদ্ধার করা হয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে পুলিশ সুপার বলেন, থানায় রক্ষিত পাবলিক গান রেজিস্ট্রার যাচাই-বাছাই করে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত মো. সেলিম খানের লুণ্ঠিত পিস্তল ও গুলি নিশ্চিত হয়।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর উল্লিখিত পিস্তল উদ্ধারকৃত এলাকায় গণপিটুনিতে মারা যায় লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে শান্ত খান। এর আগে তাদের সাথে থাকা একটি শটগান থানায় জমা হয়েছে।