চাকরিতে আবেদন ফি কমানোর আহ্বান হাসনাত আব্দুল্লাহ’র
-
-
|
![হাসনাত আব্দুল্লাহ](https://imaginary.barta24.com/resize?width=1280&quality=75&type=webp&path=uploads/news/2024/Oct/15/1728999393783.jpg)
হাসনাত আব্দুল্লাহ
চাকরিতে আবেদন ফি কমানোর আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টের এক পোস্টে তিনি এ আহ্বান জানান জানান।
তিনি ফেসবুক পোস্টে লিখেন, ‘চাকরি আবেদন ফি কমানোর জন্য দ্রুত উদ্যোগ গ্রহণ করুন। সরকারি বেশিরভাগ ৯ম গ্রেডে আবেদন ফি ৬৬৯ টাকা।
বিদ্যুৎ (DPDC, DESCO, NESCO, NWPGCL, CGPGCL, Ashuganj+ যেকোনো স্বায়ত্তশাসিত বিদ্যুৎ কোম্পানিতে) আবেদন ফি ১০০০ টাকা, Assistant Manager লেভেলে ১৫০০টাকা। এগুলো বেকারদের সাথে প্রহসন।
তিনি বলেন, চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা হতে পারে। এর বেশি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।