‘সাগর বেঁচে থাকলে রেজাল্ট দেখে খুশি হতো’

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাগর গাজী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাগর গাজী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাগর গাজী পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৩.৯২ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তার স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে ইঞ্জিনিয়ার হওয়ার।

সাগরের রেজাল্ট পেয়ে তার মা শাহিদা বেগমের চোখের জল থামছে না। তিনি বলেন, ‘যদি সাগর বেঁচে থাকতো, তবে আজকের রেজাল্টে অনেক খুশি হত। সে সবসময় পরিবারের সঙ্গেও খোলামেলা কথা বলত এবং একদিন পরিবারের হাল ধরবে বলে আশা করেছিল।’

বিজ্ঞাপন

সাগরের বড় ভাইও রেজাল্টে খুশি, তবে তিনি শোকাবহ পরিবেশে স্তব্ধ। তিনি জানান, ‘সাগরের স্বপ্ন এখন স্বপ্নই রয়ে গেল।’ ভাই আবেগপ্রবণ হয়ে হত্যার বিচার দাবি করেন।

সাগরের শিক্ষক ও সহপাঠীদের মধ্যে একই শোক বিরাজমান। তারা সকল নিহতের হত্যার বিচার দাবি করে বলেন, ‘এ হত্যার বিচার না হলে শহীদের রক্তের সাথে অবিচার হবে।’

বিজ্ঞাপন