কুষ্টিয়ায় পদ্মা নদীতে পুলিশের ওপর হামলা, দুই এএসআই নিখোঁজ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ায় জেলেদের হামলা, দুই পুলিশ সদস্য নিখোঁজ

কুষ্টিয়ায় জেলেদের হামলা, দুই পুলিশ সদস্য নিখোঁজ

কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীতে পুলিশের ওপর হামলা করেছে দুষ্কৃতিকারীরা। এতে দুই পুলিশ সদস্য নিখোঁজ হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন এক এসআইসহ দুই ইউপি সদস্য।

রোববার (২৭ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে কুমারখালীর কয়া এলাকায় পদ্মা নদীতে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিখোঁজরা হলেন- কুমারখালী থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মুকুল ও সদরুল।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান।

তিনি জানান, রাত তিনটার দিকে কুমারখালী থানা পুলিশের এসআই নজরুলের নেতৃত্বে একটি টিম কুমারখালীর চর সাদীপুর এলাকায় আসামি ধরতে যায়। এসময় কয়া ইউনিয়নের বেড়কালোয়া এলাকার পদ্মা নদীতে আশেপাশে থেকে কয়েকটা নৌকা পদ্মার মাঝখানে ঘিরে ধরে। এসময় তিনটি নৌকা থেকে নৌকাবাহী পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এতে কুমারখালী থানা পুলিশের এএসআই সদরুল ও মুকুল নৌকা থেকে পড়ে পদ্মায় নিখোঁজ হন। এ সময় আহত হন- এসআই নজরুল ও স্থানীয় দুই ইউপি সদস্য। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।

এদিকে ইলিশ রক্ষায় পদ্মায় নিয়মিত অভিযান অব্যাহত থাকলেও জেলেরা নিয়মিত ইলিশ আহরণে নৌকা নিয়ে পদ্মায় অবাধে বিচরণ করে। মাঝে মাঝে অভিযানের সময় মাছ ধরাসহ জেলেদের জাল পুড়িয়ে ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত।