বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান চার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বায়ুদূষণে ঢাকার অবস্থান চার, ছবি: সংগৃহীত

বায়ুদূষণে ঢাকার অবস্থান চার, ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। আজ বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। 

বুধবার (৩০ অক্টোবর) সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

অন্যদিকে, তালিকার চার নম্বরে ১৭৪ স্কোর নিয়ে আছে রাজধানী ঢাকা। নাগরিকদের জন্য বাতাসের এই মানও ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। 

আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়ার পাশাপাশি সতর্ক করে। শীর্ষে অবস্থান করছে প্রতিবেশী দেশ ভারতের দিল্লি। যা শহরটির বাতাসের মানের স্কোর ২৫৫। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

বিজ্ঞাপন

এদিকে বায়ুদূষণে বিশ্বের ১০০ শহরের মধ্যে তালিকার দুই নম্বরে আছে পাকিস্তানের লাহোর। শহরটির বাতাসের মানের স্কোর ২৩৫। বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। এছাড়া ২১৯ স্কোর নিয়ে তালিকার শীর্ষ তিনে অবস্থান করছে ইরাকের বাগদাদ। এই মানও ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।