আন্দোলনে আহত ব্যক্তিদের তথ্য দেওয়ার আহ্বান সারজিসের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা সরকার পতনের আন্দোলনে যারা আহত বা নিহত হয়েছে তাদের তথ্য জুলাই স্মৃতি ফাউন্ডেশনে পাঠানোর আহ্বান জানিয়েছেন ফাউন্ডেশনেন সাধারণ সম্পাদক সারজিস আলম।

রোববার (১০ নভেম্বর) গুলিস্তানের জিরো পয়েন্টে আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েতের মঞ্চ থেকে এই আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এসময় তিনি বলেন, ২০২৪ এ ছাত্র জনতার অভ্যুত্থানে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য দুই হাজার মানুষকে হত্যা করেছে ক্ষমতা পিপাসুরা আমাদের প্রায় অর্ধ লাখ ভাই বোনদের আহত করেছে। ঐ ২৪ দিনে কীভাবে আপনাদের রক্তাক্ত করা হয়েছে, তা শুধু মাত্র আপনাদের স্মৃতিতে থাকলে হবে না। আপনাদের স্মৃতিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে।

তিনি আরও জানান, আপনারা না পারলে আমাদের কাছে লিখুন, ছবিগুলো পাঠান। জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আমরা সব সংগ্রহ করছি। আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ আপমাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো লিখুন।

বিজ্ঞাপন

নিহতদের পরিবারের উদ্দেশ্যে বলেন, আপনারা ভাই, বোন, সন্তান হারিয়েছেন। আপনারা হারানোর ব্যথা বোঝেন। খুনি হাসিনা কেনো পৃথিবীর কেউ এই ব্যাথা বুঝবে না। কোনো কিছুর বিনিময়ে এই ক্ষতি পূরণ করা সম্ভব না। আপনাদের কাছে অনুরোধ কষ্টগুলো লিখিতভাবে আমাদের কাছে পাঠান। আমরা এগুলো শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবীর কাছে খুনি হাসিনার নির্মম হত্যাকাণ্ড তুলে ধরতে চাই।

মিডিয়ার উদ্দেশ্যে সারজিস বলেন, বিগত ১৬ বছরে আপনাদের প্রকাশ করা উচিত ছিলো, সেটা করতে পারেন নি। আপনাদের নিয়ন্ত্রণ করা হয়েছে। গত ১৬ বছরে যত অপকর্ম হয়েছে সাহস নিয়ে ভয় না করে আপনারা দেশের সামনে তুলে ধরুন।