আ. লীগের রাজনীতি নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

  • স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদসহ অন্যান্য হত্যা মামলার আসামিরা প্রশাসনের ছত্রছায়ায় আত্মগোপন করে আছে বলে অভিযোগ করেছেন রংপুরের ছাত্র জনতা।

এ কারণে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা হত্যা মামলার আসামিদের এখনও গ্রেফতার করা হচ্ছেনা বলেও অভিযোগ তাদের।

বিজ্ঞাপন

রোববার (১০ নভেম্বর) দুপুরে নগরীর লালবাগ এলাকায় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত ছাত্র জমায়েতে তারা এসব কথা বলেন।

শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচার দল হিসেবে আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। একইসঙ্গে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। তারা বলেন, আসামিদের এখনও আইনের আওতায় না আনা প্রমাণ করে তারা প্রশাসনের ছত্র ছায়ায় আছে। প্রশাসনের মাঝে ঘাপটি মেরে থাকা

বিজ্ঞাপন

এছাড়া, স্বৈরাচারের দোসরদেরকেও খুঁজে বের করে তাদেরকেও আইনের আওতায় আনার জোর দাবি তাদের। দাবি আদায় না হলে বৃহৎ কর্মসূচির হুশিয়ারি আন্দোলনকারীদের।