দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে: বুলু
অন্তর্বর্তী সরকারকে অতিদ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে। নাহয় এ আন্দোলন সংগ্রামে শহীদদের রক্ত বৃথা যাবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
রবিবার (১০ নভেম্বর) বিকেলে কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগরীর কান্দিরপাড়ে কুমিল্লা বিভাগীয় বিএনপি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
বরকত উল্লাহ বুলু বলেন, তারেক রহমান দুই বছর চেষ্টা করে রাষ্ট্র সংস্কারে ৩১ দফা তৈরি করেছেন। রাষ্ট্রের এমন কোন বিষয় নেই, যা ৩১ দফার মধ্যে নেই। এটাই রাষ্ট্রের মূল সংস্কার। বিএনপি এককভাবে ক্ষমতায় যেতে চায় না।
তিনি আরো বলেন, শেখ হাসিনা দেশকে যেই জায়গায় নিয়ে গেছে। সেখান থেকে উত্তোলন করতে সকলের ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকার ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারি আবু ও সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু প্রমুখ।