‘ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচার মোটেও কাম্য নয়’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান

ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে চলা অপপ্রচার দুই দেশের সম্পর্কের জন্য মোটেও কাম্য নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। এ বিষয়ে ভারতের হাইকমিশনারকে বলা হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তৌফিক হাসান একথা বলেন।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চলছে। এটি দুই দেশের সম্পর্কের জন্য মোটেই কাম্য নয়। এ বিষয়ে ভারতের হাইকমিশনারকে বলা হয়েছে।

তৌফিক হাসান জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে চুক্তি ও সমঝোতা স্মারকগুলো পুনর্মূল্যায়নের বিষয়ে গত ১০০ দিনে অগ্রগতি সীমিত। তবে আগামী দিনে অগ্রগতি হবে বলে আশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আগামী ডিসেম্বরে ভারত-বাংলাদেশের সচিব পর্যায়ের বৈঠক হবে। দুদেশের সম্পর্ক এর মাধ্যমে গতিশীলতা পাবে বলে আশা করা যাচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে পাকিস্তান থেকে বাংলাদেশ অনুরোধ পেয়েছে বলে জানিয়ে মুখপাত্র তৌফিক হাসান বলেন, বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যাচাই করছে।