সুনামগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, সুনামগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিখোঁজের তিনদিন পর পরিত্যক্ত ঘর থেকে ইব্রাহিম খলিলুল্লাহ (০৭)নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র মাইন উদ্দিনের নির্মাণাধীন পরিত্যক্ত ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত শিশু ইব্রাহীম খলিলুল্লাহ কুশিউড়া গ্রামের ইদ্রিস আলী পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে শিশু ইব্রাহিম খেলার কথা বলে বাসা থেকে বের হয়ে যায়। তারপর সন্ধ্যা পেরিয়ে রাত হলে তার কোনোও খোঁজ পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পরে পরিবারের পক্ষ থেকে রোববার দোয়ারাবাজার থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় (ডায়েরি নং ৩৪৩)। কিন্তু সোমবার সকালে গ্রামের শিশুরা বাড়ির উঠানে খেলাধুলার এক পর্যায়ে তাদের বল পরিত্যক্ত ঘরে ভেতরে চলে গেলে তারা বল আনতে গিয়ে নিখোঁজ ইব্রাহিমের মৃতদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর হদিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, গত শনিবারে নিখোঁজ হয় ইব্রাহিম নামের এক শিশু। আজকে সকালে শিশুটির বাসার পাশে পরিত্যক্ত একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এই হত্যার সাথে যারা জড়িত তাদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।