বেগম রোকেয়া দিবসে ফেনীতে ৫ নারীকে জয়িতা সংবর্ধনা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফেনী
  • |
  • Font increase
  • Font Decrease

ফেনীতে ৫ নারীকে জয়িতা সংবর্ধনা/ছবি: সংগৃহীত

ফেনীতে ৫ নারীকে জয়িতা সংবর্ধনা/ছবি: সংগৃহীত

ফেনীতে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবসে বিভিন্ন ক্যাটগরিতে ৫ জন নারীকে জয়িতা সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের কর্মসূচি অংশ হিসেবে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

বিজ্ঞাপন

এসময় তিনি জয়িতা পুরষ্কার প্রাপ্ত নারীদের অভিনন্দন জানান এবং নারীদেরকে সমাজ উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা এসএমটি কামরান হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সবুজ বাংলা এনজিও সংস্থার নির্বাহী পরিচালক জয়নাল আবেদীন রাসেল প্রমূখ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ৫ ক্যাটাগরিতে জয়িতা সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে জয়িতা পুরষ্কার পেয়েছেন ফরিদা আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে বেগম লুৎফর নাহার, অর্থ উপার্জনে অবদানে ফারহানা আক্তার লাকি, সফল নারী রওশন আক্তার ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে শুরু করা ক্যাটাগরিতে রোকসানা আক্তার সংবর্ধিত হয়েছেন।