চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা ব্রিজ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা
  • |
  • Font increase
  • Font Decrease

চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা ব্রিজ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার  ফেরদৌস ওয়াহিদ, চুয়াডাঙ্গা (১২.১২.২০২৪খ্রি.): চুয়াডাঙ্গা শহরের মাথাভাঙ্গা ব্রিজের ওপর থেকে এক অজ্ঞাত বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করেছে

চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা ব্রিজ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ফেরদৌস ওয়াহিদ, চুয়াডাঙ্গা (১২.১২.২০২৪খ্রি.): চুয়াডাঙ্গা শহরের মাথাভাঙ্গা ব্রিজের ওপর থেকে এক অজ্ঞাত বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করেছে

চুয়াডাঙ্গা শহরের মাথাভাঙ্গা ব্রিজের ওপর থেকে এক অজ্ঞাত বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১১ ডিসেম্বর) রাত ৮টার দিকে সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত তার পরিচয় নিশ্চিতে কাজ করছিল পুলিশ।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে অজ্ঞাত ওই নারীকে শহরের মাথাভাঙ্গা ব্রিজসহ বড় বাজারের আশেপাশে ভিক্ষা করতে দেখা গেছে। তিনি বিভিন্ন সময় পায়ে হেঁটে চলাচলের পাশাপাশি এক স্থানে বসে থেকেও ভিক্ষা করতেন। বুধবার সকাল থেকেই তিনি মাথাভাঙ্গা ব্রিজেই অবস্থান করছিলেন। স্থানীয়দের ধারণা তিনি মানসিক প্রতিবন্ধী হয়ে থাকতে পারেন।

সদর থানা পুলিশ সূত্র জানায়, রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে স্থানীয়রা ব্রিজের ওপর অজ্ঞাত নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। ঘটনার বিষয়ে জানতে পেরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং মরদেহ উদ্ধার ও পরবর্তী প্রক্রিয়া শুরু করেন। রাতেই অজ্ঞাত পরিচয়ে মৃতদেহটির সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়েছে। পরে মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে সদর থানা কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

এবিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঠান্ডাজনিত কারণে বা স্ট্রোকের ফলে তার মৃত্যু হতে পারে। মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টাও চলছে।’

তিনি আরও জানান, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী সকাল থেকে ওই নারী ব্রিজের ওপর বসে ভিক্ষা করছিলেন। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। বৃহস্পতিবারের মধ্যে মরদেহের পরিচয় শনাক্ত না হলে অজ্ঞাত লাশ দাফনকারী সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামের দাফনকার্য সম্পাদনে ব্যবস্থা নেয়া হবে।