লটারির মাধ্যমে কর্মকর্তাদের পদায়ন, ডিসির নতুন দৃষ্টান্ত স্থাপন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামে লটারির মাধ্যমে কর্মকর্তাদের পদায়ন/ছবি: সংগৃহীত

চট্টগ্রামে লটারির মাধ্যমে কর্মকর্তাদের পদায়ন/ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাদের পদায়ন লটারির মাধ্যমে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ পদক্ষেপ বাস্তবায়ন করেন জেলা (ডিসির) প্রশাসক ফরিদা খানম।

বিজ্ঞাপন

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বর্তমান কর্মস্থলে তিন বছর পূর্ণ করা ২৫ জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং ৭৮ জন ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার কর্মস্থল উন্মুক্ত লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়।

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, আমরা পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করেছি। সবার উপস্থিতিতে লটারির মাধ্যমে এই পদায়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আশা করি, কর্মকর্তারা আন্তরিকভাবে জনগণের সেবা নিশ্চিত করবেন।

বিজ্ঞাপন

পদায়ন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি), এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বচ্ছতার এ উদ্যোগ সবার কাছেই প্রশংসিত হয়েছে।