কঠোর পদক্ষেপের আভাস: কোন পথে আমলাদের আন্দোলন

  • ডেস্ক রিপোর্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সচিবালয়ে আন্দোলনরত কর্মকর্তারা-সাম্প্রতিক ছবি

সচিবালয়ে আন্দোলনরত কর্মকর্তারা-সাম্প্রতিক ছবি

সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর আগে থেকেই বিভিন্ন ইস্যুতে জনপ্রশাসনের কর্মকর্তাদের চলমান আন্দোলন সামাল দিতে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হয়েছেন সরকারের নীতিনির্ধারকরা। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ক্যাডারদের আপত্তিকর আচরণ-মন্তব্য এবং কমিশনপ্রধানের পদত্যাগের দাবিতে সম্মেলন করে আলটিমেটাম দেওয়ার বিষয়টিকে ভালোভাবে নেয়নি সরকার।

উদ্ভূত পরিস্থিতিতে ৪ জানুয়ারি (২০২৫) পূর্বঘোষিত মহাসমাবেশের কর্মসূচি স্থগিত করেছে আন্দোলনে যাওয়া কর্মকর্তারা। রোববার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে তারা।

বিজ্ঞাপন

পত্রিকান্তরে প্রকাশিত খবর থেকে এসব তথ্য জানা গেছে।

‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের’ ব্যানারে আন্দোলনকেও কর্মকর্তাদের বাড়াবাড়ি হিসেবে বিবেচনা করে পরিস্থিতি সামাল দিতে সরকার ও কমিশনের বিরুদ্ধে বক্তব্য দেওয়া কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে। এরই মধ্যে রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থা এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রধান উপদেষ্টার কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে জমা দিয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, প্রতিবেদনের ভিত্তিতে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। এরই মধ্যে অন্তত একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য না এলেও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সাম্প্রতিক বক্তব্যে তাদের কঠোর অবস্থানের বিষয়ে আভাস মিলেছে। গত শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে উপদেষ্টা নাহিদ বলেন, যারা আন্দোলনের নামে চাকরিবিধি লঙ্ঘন করছেন, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

আমলাদের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি আরও বলেন, আমরা সাম্প্রতিক সময়ে আমলাদের বক্তব্য শুনতে পারছি। তারা এক ধরনের হুমকি দিচ্ছে। এটার সাহস তারা পেয়েছে বিগত সময়ে, সেই সময় দেখেছি আমলাতন্ত্রকে শক্তিশালী করা হয়েছে। আমলাতন্ত্র নির্ভরতাকে কাজে লাগিয়ে ফ্যাসিজম তৈরি করা হয়েছে।

অভিযুক্ত আমলাদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিচ্ছে—ওই অনুষ্ঠানে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, এটা নিয়ে বৈঠক করেছি। আগামী সপ্তাহে কঠোর পদক্ষেপ আসবে। যারা আন্দোলনের নামে চাকরিবিধি লঙ্ঘন করছে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এবং আমলাদের বলছি, এখন সময় জনগণকে সেবা দেওয়ার। গণতান্ত্রিক ট্রানজিকশনটা সঠিকভাবে করার সহযোগিতা করার। আন্দোলন আন্দোলন খেলা কিংবা গোষ্ঠী স্বার্থ রক্ষার জন্য এত মানুষ জীবন দেয় নাই।

দায়িত্বশীল কর্মকর্তারা জানান, জনপ্রশাসন সংস্কার কমিশনের সম্ভাব্য সুপারিশ নিয়ে অভূতপূর্ব প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ) এবং বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। গত ২৫ ডিসেম্বর রাজধানীতে সংগঠন দুটির যৌথ প্রতিবাদ সভা থেকে কমিশনপ্রধানের পদত্যাগে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ও কঠোর কর্মসূচির ঘোষণা আসে। এমন ঘোষণাকে সরকার ও কমিশনের প্রতি ‘অসম্মান’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ প্রবণতা ঠেকিয়ে জনপ্রশাসনকে শৃঙ্খলার মধ্যে আনতে আন্দোলনের নেপথ্যে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চায় সরকার। এজন্য ২৫ ডিসেম্বরের সভায় জ্বালাময়ী বক্তব্য দেওয়া কর্মকর্তাদের অতীত কর্মকাণ্ডের খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

শাস্তি প্রদানের বিষয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলেছেন, এখনই ঢালাওভাবে চাকরিচ্যুতি কিংবা অন্য কোনো চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়া ঠিক হবে না। তাহলে প্রশাসন ঠিকমতো ফাংশন করবে না।

এদিকে, সরকারের কাছে রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার জমা দেওয়া প্রতিবেদনে আমলাদের আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার নাম উঠে এসেছে। তাদের মধ্যে অবসরপ্রাপ্ত কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাসহ বর্তমান চারজন কর্মকর্তার বক্তব্য ও ফেসবুক পোস্টকে বিশেষভাবে আমলে নেওয়া হয়েছে। বর্তমানে চাকরিতে থাকা ওই চার কর্মকর্তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এই চার কর্মকর্তা হলেন বড় এবং গুরুত্বপূর্ণ একটি জেলার ডিসি, প্রভাবশালী একজন উপদেষ্টার একান্ত সচিব (পিএস), গাজীপুর সিটি করপোরেশনের একজন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও বিআরইবির একজন যুগ্ম সচিব।

সাদিকুর রহমান সবুজ নামে গাজীপুর সিটি করপোরেশনের অভিযুক্ত আঞ্চলিক কর্মকর্তা তার ফেসবুক পোস্টে আপত্তিকর ভাষায় কিছু মন্তব্য করেন। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে তার এ বক্তব্য নিয়ে কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটেছে। বিআরইবির অভিযুক্ত যুগ্মসচিবও ফেসবুকে লিখেছেন, রাস্তায় যখন নেমেছি অধিকার আদায় ছাড়া ঘরে ফিরছি না। রাষ্ট্রকাঠামো নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না ইনশাআল্লাহ।

সূত্র বলছে, আপত্তিকর বক্তব্য দেওয়া ডিসিকে দ্রুতই তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে। আর গাজীপুর সিটির আঞ্চলিক কর্মকর্তা সাদিকুর রহমান সজীবকে গতকাল সোমবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের আদেশে বলা হয়েছে, ওএসডি থাকা সাদিকুর রহমানের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এজন্য তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন। ওই কর্মকর্তাকে গ্রেপ্তারের জন্য এরই মধ্যে তার বাসায় অভিযান চালানো হয়েছে বলেও জানা গেছে।

সার্বিক পরিস্থিতি নিয়ে স্বনামে কোনো মন্তব্য করতে রাজি হননি কোনো কর্মকর্তা। একাধিক কর্মকর্তা বলছেন, একদিকে দাবি-দাওয়া নিয়ে মাঠে সক্রিয় কর্মকর্তারা, অন্যদিকে সচিবালয়ে আগুনের ঘটনা। এসব বিষয় নিয়ে আমলাদের ওপর চরম বিরক্ত সরকারের নীতিনির্ধারকরা। ফলে সামনের দিকে দাবি-দাওয়া নিয়ে সরকার ইতিবাচক পদক্ষেপ নেবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। অগ্নিকাণ্ডের পর আমলারা ভীষণ চাপে আছে বলেও মনে করছেন অনেকে। কর্মকর্তাদের সম্মেলন থেকে আগামী ৪ জানুয়ারি দাবি আদায়ের লক্ষ্যে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছিল। গত রোববার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছেন, ওইদিন তাদের কোনো কর্মসূচি নেই। এমন বিজ্ঞপ্তি দেওয়াকে আন্দোলনরতদের পিছিয়ে পড়ার নজির হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।