কিশোরগঞ্জে কমেছে সবরকম সবজির দাম, জনমনে স্বস্তি
শীত মৌসুমে কিশোরগঞ্জের বাজারগুলোতে কমেছে সবরকম সবজির দাম। নতুন বছরের শুরতেই জিনিসপত্রের দাম কিছুটা কমে আসায় স্বস্তি প্রকাশ করছেন অনেকেই।
কদিন আগেও যে ফুলকপি প্রতি পিস বিক্রি হতো ৩০-৪০ টাকায় এখন তা প্রতি পিস ৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও পেঁয়াজ, বেগুন, শিম, লাউ,শাক, আলু সহ বিভিন্ন সবজির দাম কমতে শুরু করেছে।
এদিকে বাজারে শীতকালীন প্রচুর সবজি উঠেছে। ফলে দাম এখন নাগালের মধ্যে ক্রেতাদের। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব সবজি চলে যাচ্ছে বিভিন্ন স্থানে।
সরেজমিনে মঙ্গলবার ৩১ ডিসেম্বর কটিয়াদীর সবচেয়ে বড় কাঁচা বাজারের নদীর বাঁধ হাটে গিয়ে দেখা যায়, প্রতি পিস ফুলকপি ৫ টাকায় বিক্রি হচ্ছে। শিম ৩০ টাকা কেজি, বেগুন ৩০-৪০ টাকা কেজি, লাউ পিস ১৫-৩০ টাকা ৷ নতুন আলু ৫০ টাকা কেজি, পেঁয়াজ ফুল ৫ টাকা কেজি, কাঁচা মরিচ ১১০ টাকা কেজি, পেঁয়াজ ৪৫-৫০ টাকা কেজি, পালং ও লাল শাক ২০ টাকা আঁটি, টমেটো ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়াও প্রায় সবরকম সবজির দাম নাগালের মধ্যে রয়েছে।
সবজি কিনতে আসা আরিফুর রহমান বলেন, 'বাজারে শীতকালীন সবজি এসেছে অনেক। দাম অনেকটাই কমে এসেছে। কিছুদিন আগে তো বাজার ছিল চড়া। দামটা নিয়ন্ত্রণে থাকলে মনটা ভালো থাকে। নতুন বছরের শুরতেই এটা আমার জন্য স্বস্তির।'
সবজি ব্যবসায়ী ইদ্রিস বলেন, 'শীতকালীন সবজির ফলন ভালো হয়েছে । সবখানেই এখন সবজি পাওয়া যায়। এজন্য দাম কমে যাচ্ছে। রফতানি করতে পারলে কৃষকরা ভালো দাম পেত। পাইকারী ব্যবসায়ীরা কম আসছে এখন। তাই অনেক সবজিতে কৃষক লাভবান কম হচ্ছে।'