গাইবান্ধায় কমেছে সবজির দাম, ফুলকপির কেজি ৬ টাকা!
গাইবান্ধায় স্বস্তি ফিরেছে সবজির বাজারে। গেল দুই সপ্তাহ আগেও প্রতি কেজি ফুলকপির দাম ৭০ থেকে ৮০ টাকা গেলেও বর্তমান বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬ টাকায়। শুধু ফুলকপি নয়, কমেছে সব ধরণের শীতকালীন সবজির দাম।
সরেজমিনে বুধবার (৩১ ডিসেম্বর) জেলা শহরের সব থেকে বড় বাজার পুরাতন বাজারে গিয়ে দেখা যায়, ক্রেতা-বিক্রেতার হাক ডাকে মুখরিত সবজির বাজার। পাইকারি এবং খুচরা পর্যায়ের দোকানেগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ক্রেতাদের মুখে ছিল স্বস্তির আভা। আড়তগুলোতে তাজা লোভনীয় সবজিতে ভরপুর দেখা গেছে।
পুরাতন বাজারের কাঁচা তরকারীর ক্ষুদ্র ব্যবসায়ী আতেয়ার রহমান বলেন, আজ শীত সবজির বাজারে প্রকার ভেদে ফুলকপি ৬ থেকে ১০ টাকা পিস, বেগুন ২০ থেকে ৩০ টাকা কেজি, আলু ৪৫ টাকা কেজি, টমেটো ৫০ টাকা, মরিচ ২৫ টাকা, পিয়াজ ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তিনি বলেন, সব সবজিরই দাম কমেছে। ক্রেতারা খুশি মনেই কিনছে। এখানে আমাদের কিছু নেই। আমরা যেভাবে ক্রয় করি সেইভাবেই বিক্রি করি।
পাইকারি ব্যবসায়ী আব্দুর রশিদ বার্তা২৪.কমকে বলেন, সবজির বাজার অনেকটাই কমেছে। গেল দুই সপ্তাহ আগে ফুলকপি ছিল ৮০ টাকা কেজি। আজ ৬ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ফুলকপি।
বাজারে আসা ক্রেতা মিনি বেগম বলেন, আজ সব সবজির দামই কম। এরকম সব সময়ই থাকলে আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষরা স্বস্তিতে থাকবে। কারণ আমাদের মতো পরিবারের মানুষরা সহজে খেয়ে পড়ে বাঁচার প্রত্যাশাটাই বেশি। সরকারের উচিত বাজারমূল্য শুধু একদিন, দুইদিন নয়। প্রকৃত কারণ ছাড়া যেন বাজারের অনাকাঙ্খিত দাম না বাড়ে।
আহমদ্দ হোসেন বলেন, পুরাতন বাজারে কয়েকদিন থেকেই ফুলকপির দাম কম। তবে আজ পানির দামে বিক্রি হচ্ছে। এক পিস ফুলকপির দাম ৬ টাকা । অন্যসব সবজির দামও কম।