দেশের প্রতিটি আন্দোলনে ছাত্রদের ভূমিকা রয়েছে: ড. মঈন খান

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম,নরসিংদী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

১৯৯১ সালে ছাত্রদের নেতৃত্বে সারা বাংলাদেশে যে গণ আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে বিএনপি বিজয়ী হয়েছিল। এর ফলে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে দেশে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সেই নির্বাচনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিল তাদের নাম ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

তিনি আরও বলেন, বিগত জুলাই-আগষ্ট ছাত্র বিপ্লবে ছাত্ররা বিজয়ী হয়েছিল। কারন তারা বন্ধুকের গুলিকে ভয় পায় নাই। ছাত্রদের পিছুটান নাই বলে বুক ফুলিয়ে গুলি নেয়ার নিয়েছে বলেই স্বৈরশাসক দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

বিজ্ঞাপন

মঈন খান জুলাই-আগষ্ট আন্দোলনে বিজয়ী ছাত্রদের লক্ষ করে বলেন, এদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে এদেশের ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। যারফলে প্রতিটি স্বৈরশাসক ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। এদেশের ছাত্ররা আগেও পড়ার টেবিলে ছিলো, এখনো আবার পড়ার টেবিলে যাওয়ার পরামর্শ দেন। কেননা পড়ার টেবিলে গিয়ে আবার মেধা অর্জণ করতে হবে। আর সেই মেধা দিয়ে দেশের কাজ করতে হবে। দেশের মানুষের জন্য কাজ করলে দেশের মানুষ ছাত্রদের ক্ষমতায় বসাবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে পলাশ, উপজেলা ও ঘোড়াশাল পৌলসভা ছাত্রদলের আয়োজনেএক বর্ণাঢ্য র‌্যালী শেষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

এসময় আরও বক্তৃতা করেন খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এড. রোকসানা খন্দকার ও মঈন খানের মেয়ে নওশিন খান।