পান্থকুঞ্জে গাছ রক্ষা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রাজধানীর পান্থকুঞ্জ পার্কে ২১ দিন ধরে অবস্থান করা বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পরিবেশ আন্দোলনকারীরা।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল ৪টায় পান্থকুঞ্জ পার্কের সামনে নাগরিক প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন’ এর ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ করা হয়।

বিজ্ঞাপন

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের রানওয়ে নির্মাণের নামে পান্থকুঞ্জ পার্কের পরিবেশের ক্ষতি করে যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে তার বিরোধীতা করে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি আমরা। আওয়ামী সরকারের সহযোগী পরিবেশ সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের দেওয়া নকশায় এ প্রকল্প চলমান রয়েছে। এতে পান্থকুঞ্জ পার্কের দুই হাজার গাছ কাটা হয়েছে। এ পার্কের সবুজ মাঠ দখল করে এমন উন্নয়ন আমরা চাই না। গত ২১ দিন ধরে যখন আমরা এখানে আন্দোলন করছি তখন কোনো পরিবেশবাদী সংগঠন আমাদের সঙ্গে আসেনি। যখন আমাদের আন্দোলন একটা পর্যায়ে চলে এসেছে তখনই ক্রেডিট নেওয়ার জন্য বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) ও গ্রিন ভয়েসের কর্মীরা আমাদের অবস্থান কর্মসূচিতে আসেন।

বক্তারা আরো বলেন, তারা পান্থকুঞ্জ পার্কের পরিবেশ রক্ষার জন্য আমাদের সঙ্গে আসেনি এটা পরিষ্কার। সরকারের পরিকল্পনা বাস্তবায়নের জন্য অতর্কিতভাবে দেড়'শো সন্ত্রাসী নিয়ে আমাদের ৪-৫ জন কর্মীর ওপর হামলা করে। দ্রুত এসব হামলাকরীদের বিচারের দাবি জানান তারা।

বিজ্ঞাপন

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে আওয়ামী লীগের লুটপাটের প্রকল্প থেকে সরে এসে পান্থকুঞ্জ পার্কের উপর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বন্ধ করার আহ্বান জানান তারা।

সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সম্বয়ক মামুন, পরিবেশ কর্মী ‍মিজান, রাকিবুল হক এমএলই, মাহবুবুল হক তাহিন প্রমুখ।