বাণিজ্য মেলা

ছুটির দিনে বেলা গড়াতেই বেড়েছে ক্রেতা দর্শনার্থীর চাপ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরের তৃতীয় দিন আজ। মেলা শুরুর পর দুইদিন অতিবাহিত হয়ে সাপ্তাহিক প্রথম ছুটির দিন সকাল থেকে দুপুর পর্যন্ত কাঙ্ক্ষিত ক্রেতা ও দর্শনার্থীর উপস্থিতি না থাকলেও বেলা গড়িয়ে সন্ধ্যা নামতেই মেলা প্রাঙ্গণে বেড়েছে ক্রেতা ও দর্শনার্থীর চাপ।

শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধায় পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) অনুষ্ঠিত ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ ঘুরে এমন চিত্র দেখা যায়।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, সকালের শুরু থেকে দুপুর নাগাদ ক্রেতা ও দর্শনার্থীর উপস্থিতি খুব একটা না থাকলেও দুপুর গড়িয়ে সন্ধ্যা নামতেই ভিড় বাড়তে শুরু করে। মেলার প্রধান ফটকে দায়িত্ব পালন করছেন অন্তত ৩০ জনের অধিক ভলেন্টিয়ার। প্রত্যেককের টিকিক চেকিং করে এক এক করে প্রবেশ করানো হচ্ছে মেলা প্রাঙ্গণে।

দিনের শুরুতে ক্রেতা দর্শনার্থীর ভিড় না থকায় অধিকাংশ বিক্রয় প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধিদের অবসর সময় পার করতেও দেখা গেছে। তবে বিকেল থেকে সন্ধ্যার দিকে ব্যস্তত বেড়েছে মেলার দোকানিদেরও। 

বিজ্ঞাপন

বিভিন্ন স্টলগুলোর সামনে ক্রেতা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে বিক্রয়কর্মীদের নানান অঙ্গ ভঙ্গির মাধ্যমে ক্রেতা ডাকতেও দেখা গেছে। 

উল্লেখ্য, এবার বাণিজ্য মেলায় বিশ্বের ৭টি দেশের ১১টি প্রতিষ্ঠানসহ থাকছে মোট ৩৬২টি স্টল ও প্যাভিলিয়ন। জুলাই-আগস্ট অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের সম্মানার্থে প্রাধান্য দিয়ে হবে জুলাই চত্বর, ছত্রিশ চত্বর এবং তরুণ সমাজকে রফতানি বাণিজ্যে উদ্বুদ্ধকরণে তারুণ্যের প্যাভিলিয়ন। ই-টিকিটের ব্যবস্থা থাকায় প্রবেশপথে রয়েছে ভিন্ন ব্যবস্থা।

মেলা মাসব্যাপী সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চলবে রাত ১০টা পর্যন্ত।

মেলায় প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের (১২ বছরের নিচে) ক্ষেত্রে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।