রাতের আঁধারে গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রাতের আঁধারে কৃষকের জমির ফসল নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। ওই জমিতে ৮৫০ টি কুমড়া চারার সবগুলো কেটে ফেলেছে দুর্বৃত্তরা। একমাত্র আয়ের উৎস নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ঐ কৃষক। ক্ষতিগ্রস্থ ঐ কৃষকের নাম আব্দুল কুদ্দুস মোল্লা (৬৫)।

রোববার (৫ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জনি খান। এর আগে শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে দাদশী ইউনিয়নের কুশনাবাদ মাঠে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা যায়, স্থানীয় কৃষক আব্দুল কুদ্দুস মোল্লা এক বিঘা জমির কুমড়া গাছ কেটে দেয় দুর্বৃত্তরা। ধার-দেনা করে কুমড়া ক্ষেতের পরিচর্যা করে পরিবারের ভরণপোষণের স্বপ্ন নিমিষেই শেষ হয়ে গেছে তার।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল কুদ্দুস মোল্লা বলেন, প্রায় ৩০ দিন আগে এক বিঘা (৩৩শতাংশ) জমিতে ৮৫০ টি কুমড়া গাছের চারা রোপণ করেছিলাম। শনিবার দিবাগত রাতে আমার সবগুলো গাছের চারা কেটে দিয়েছেন দুর্বৃত্তরা। শুরু থেকে এখন পর্যন্ত চারা লাগানোয় খচর হয়েছিল প্রায় ৩০ হাজার টাকা। আমি সর্বশান্ত হয়ে গেছি।

বিজ্ঞাপন

রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জনি খান ক্ষতিগ্রস্ত কৃষকের জমি পরিদর্শন করেছেন। তিনি ঘটনার সত্যতা পেয়েছেন। তার জমির ৮শতাধিক কুমড়া গাছের চারা কাচি দিয়ে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। আমরা তাকে মামলা করার পরামর্শ দিয়েছি।