ভারত থেকে আসছে চালের দ্বিতীয় জাহাজ ‘এসডিআর ইউনিভার্স’
উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করা আরও সাড়ে ২৭ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের আসবে পানামা পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘এমভি এসডিআর ইউনিভার্স’। জাহাজটি আগামী ৭ জানুয়ারি ভারতের কাকিনাড়া বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে এবং ১০ জানুয়ারি এসে পৌঁছাবে।
রোববার (৫ জানুয়ারি) রাতে বার্তা২৪.কমকে এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম অঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা।
তিনি বলেন, ভারত থেকে আমদানি করা চালের প্রথম চালান সফলভাবে খালাসের পর জাহাজটি গতকাল (শনিবার) ভোরে চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে। এবার প্রায় সাড়ে ২৭ হাজার টন চাল ভারতের অন্ধ্র প্রদেশের কাকিনাড়া বন্দরে ‘এমভি এসডিআর ইউনিভার্স’ নামের একটি বাল্ক ক্যারিয়ার লোড করা হচ্ছে। আশা করছি, লোড শেষ করে জাহাজটি ৭ জানুয়ারি রওনা হবে। এবং আগামী ১০ জানুয়ারি চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারে।
এর আগে, গত ২৫ ডিসেম্বর প্রথম দফায় ভারত থেকে ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে আসে ‘এমভি তানাইস ড্রিম’। এটি ছিল অন্তবর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানি করা প্রথম চালের জাহাজ। জাহাজের চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে নিয়মিত প্রক্রিয়ার মাধ্যমে চাল খালাস শেষ হয়।
২৬ ডিসেম্বর রাত ৯টায় শুরু হয়ে চাল খালাস চলে ৩ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। এ সময় চালগুলো খাদ্য অধিদপ্তরের পরিবহন ঠিকাদারের মাধ্যমে ট্রাকযোগে পাঠিয়ে দেওয়া হয় চট্টগ্রামের দেওয়ানহাট, সিলেট, ঢাকার তেজগাঁও, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে।