রোয়াংছড়িতে দুর্বৃত্তের গুলিতে নারী আহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বান্দরবান
  • |
  • Font increase
  • Font Decrease

দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত নারী/ছবি: সংগৃহীত

দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত নারী/ছবি: সংগৃহীত

বান্দরবানে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে উমে প্রু মারমা (৩৪) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। উমে প্রু মারমা ওই এলাকার চশৈপ্রু মার্মার বড় মেয়ে ও বান্দরবান বালাঘাটা করুণাপুর পাড়ার রোমেল তঞ্চগ্যা স্ত্রী। এই ঘটনার পর এলাকায় আতংক বিরাজ করছে।

সোমবার (১৩ জানুয়ারী) সকালে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দুর্গম হিমাগ্রী পাড়ায় এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সুত্রে জানা যায়, রবিবার (১২ জানুয়ারী) উমে প্রু মারমা বান্দরবান সদর থেকে একটি সালিশি বৈঠকে অংশগ্রহণ করার জন্য রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দুর্গম হিমাগ্রী পাড়ায় গিয়েছিল। আজ ভোরে তিনি খামার বাড়িতে কাজ করতে যাওয়ার সময় হঠাৎ দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তিনি গুলিবিদ্ধ হয়। তবে কে বা কারা তাকে গুলি করেছে উমে প্রু মারমা তা নিশ্চিত করে বলতে পারেনি।

এদিকে গুলিবিদ্ধ হওয়ায় পরপরই তার আত্মচিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে তাকে দ্রুত উদ্ধার করে ঘটনাস্থল থেকে বান্দরবান সদর হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে বান্দরবান সদর হাসপাতালের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন

ভুক্তভোগীর ছোট ভাই ক্যচিংনুং মার্মা বলেন, উমেপ্রু মার্মা গতকাল স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসেন। আজ সকালে পাড়ার পাশে শিম ক্ষেতে যাওয়ার সময় হঠাৎ একটি গুলি তার বাম পাশের পেটে লাগে। এ সময় ডাক-চিৎকার করলে পাড়াবাসী তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।

তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মার্মা বলেন, খেমাগ্রী পাড়ায় এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তিনি কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন, কে বা কারা গুলি করেছে এখনো কিছুই জানা যায়নি।

বান্দরবানের রোয়াংছড়ি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক শুভ্র মুকুল চৌধুরী জানান, স্থানীয়দের সহায়তায় গুলিবিদ্ধ উমে প্রু মারমাকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত অনুসন্ধানে পুলিশ কাজ করছে।