সচিবালয়ের সামনে জবি শিক্ষার্থীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (১৩ জানুয়ারি) বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে সচিবালয়ের সামনে অবস্থান নেন তারা।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
- জবিতে কমপ্লিট শাটডাউন
- দেড়টার মধ্যে দাবি না মানলে সচিবালয় অভিমুখে যাত্রা
- ৩ দাবিতে গণ অনশনে বসেছে জবি শিক্ষার্থীরা
- শিক্ষার্থীদের অনশনে একাত্মতা জানাল জবি শিক্ষক সমিতি
এর আগে গতকাল রোববার (১২ জানুয়ারি) টানা ৩১ ঘণ্টা অনশন করার পর আজ সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এবং সাজিদ একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে 'কমপ্লিট শাটডাউন' ঘোষণা করে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আমাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত কোনো ক্লাস পরীক্ষা হবে না। আমরা গত রাতেই 'কমপ্লিট শাটডাউন' ঘোষণা করেছি।
শিক্ষার্থীদের তিন দফা দাবি
১. সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে সই করতে হবে। প্রয়োজনে স্পেশাল মিটিং এর মাধ্যমে তা সম্পূর্ণ করতে হবে এবং ভিজ্যুয়ালভাবে সবার সামনে উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীরা অনশনে থাকাবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতর কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকার নিয়ে তা প্রকাশ করতে হবে। কয়েক মাস সময় নেওয়ার নাম করে কোনও প্রকার দীর্ঘসূত্রিতার বন্দোবস্ত করা চলবে না।
২. পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে।
৩. যতদিন অব্দি আবাসন ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।