সিলেটে পাথর কোয়ারিতে মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ কোয়ারিতে পাথর উত্তোলনের সময় মাটি চাপায় লিটন মিয়া নামে এক শ্রমিক নিহত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিটন মিয়া উপজেলার বাঘারপাড় গ্রামের নবী হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)উজায়ের আল মাহমুদ আদনান।
স্থানীয় সূত্রে জানায়, লিটন মিয়া প্রতিদিনের মতো ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনকালে মাটি ধসে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার তিনি মারা যান।
এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।