এনসিটিবি ঘেরাও কর্মসূচিতে হামলায় জড়িত নাগরিক কমিটির প্রতিনিধি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

এনসিটিবি ঘেরাও কর্মসূচিতে হামলা/ছবি: সংগৃহীত

এনসিটিবি ঘেরাও কর্মসূচিতে হামলা/ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কার্যালয় ঘেরাও কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় জাতীয় নাগরিক কমিটির ধানমন্ডি থানা প্রতিনিধি শাহাদাৎ ফরাজী সাকিবের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিডিও ফুটেজ এবং অভিযুক্ত ব্যক্তির স্যোশাল মিডিয়া কার্যক্রমে বিষয়টি স্পষ্ট। জুলাই গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা ধারণ করে নাগরিক সমাজকে প্রতিনিধিত্ব করার অভিপ্রায়ে গঠিত, জাতীয় নাগরিক কমিটির একজন প্রতিনিধির জাতিগত বিভাজন জিইয়ে রাখা ও ন্যাক্কারজনক হামলায় জড়িত থাকা মোটেই বাঞ্ছনীয় নয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর তীব্র নিন্দা জানাচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিবৃতিতে বলা হয়, আমরা আশা করি, হামলায় সংশ্লিষ্টতার দায়ে অভিযুক্ত শাহাদাৎ ফরাজী সাকিবের বিষয়ে জাতীয় নাগরিক কমিটি অতিদ্রুত সাংগঠনিক ব্যাবস্থা গ্রহণ করে গণঅভ্যুত্থানের স্পিরিটের প্রতি নিজেদের দায়বদ্ধতার পরিচয় দেবে।

বিজ্ঞাপন

এরআগে গতকাল বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কার্যালয় ঘেরাও করতে গিয়ে হামলার মুখে পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যাসহ ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা’র ব্যানারে জড়ো হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এই কর্মসূচিতে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থীর অভিযোগ, বিক্ষোভ চলাকালে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামের ব্যানারে ওই স্থানে জড়ো হওয়া কয়েকজন হামলা করে। এতে বেশ কয়েকজন আহত হন।