আনসার কমান্ডারের বিরুদ্ধে দুদকের মামলা

  • স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হাতেনাতে টাকাসহ আটক আনসার কমান্ডার, ছবি: বার্তা২৪

হাতেনাতে টাকাসহ আটক আনসার কমান্ডার, ছবি: বার্তা২৪

আনসার কমান্ডার আশিকুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) কক্সবাজারের লামা থানায় মামলাটি দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন দুদক চট্টগ্রাম-২ কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জাফর সাদেক শিবলী।

বিজ্ঞাপন

দুর্নীতি দমন কমিশন আইন, ৪০৯, ৪৫৭ সহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি করা হয়।

এর আগে গত ২৪ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে দুদক কার্যালয়ে ঘুষ দিতে এসে হাতেনাতে ধরা পড়েন এ আনসার কমান্ডার আশিকুর রহমান।

বিজ্ঞাপন

দুদকের উপ-সহকারী পরিচালক জাফর সাদেক শিবলী বার্তা২৪.কম-কে বলেন, '১৩ লাখ টাকার বরাদ্দের সরকারি উন্নয়ন কাজ ব্যক্তিগত করে টাকা আত্মসাৎ করেন আনসার কমান্ডার আশিকুর রহমান। এ ঘটনার তদন্ত করার সময় এক লাখ টাকা ঘুষ দিতে এসে ধরা পড়েন সে। বৃহস্পতিবার লামা থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছি।'