চাঁদার জন্য পায়ে ড্রিল, থানায় মামলা
চাঁদা না পেয়ে ড্রিল মেশিন দিয়ে পা ফুটো করে দেয়ার ঘটনায় ৮ জনকে আসামি করে চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) বিকালে আহত আমজাদের পিতা নুরুল আজিম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
এর আগে বৃহস্পতিবার (৪ এপ্রিল) নগরের চান্দগাঁও থানার হাদু মাঝির দোকান এলাকায় চাঁদা না পেয়ে আমজাদ হোসেন নামে এক যুবকের পায়ে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে দিয়েছে সন্ত্রাসীরা।
চান্দগাঁও থানার তদন্ত কর্মকর্তা আবুল বাশার বার্তা২৪কে জানান, আহত আমজাদের বাবা বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে ১০/১৫ জনকে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আমরা আসামিদের গ্রেফতার করার চেষ্টা করছি।
এই মামলার আসামিরা হলেন- দিদার, জালাল, মিল্লাদ, নিশান, সূজন, হাসিব, রাশেদ ও বাপ্পী।
এই বিষয়ে আমজাদের চাচাতো ভাই নাসির উদ্দিন বলেন, ‘চান্দগাঁও এলাকার যুবলীগ নেতা এসরারুল হক এসরালের অনুসারী দিদার, জালাল ও রাশেদের নেতৃত্বে সন্ত্রাসীরা আমজাদ হোসেনের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে পায়ে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে দেয়। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আমজাদ হোসেন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’