শাহ আমানতে বিমানের জরুরি অবতরণ

  • স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একটি ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিঙ্গাপুর থেকে ঢাকা আসার পথে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বলে জানা গেছে। যাত্রীরা সবাই নিরাপদে নেমে এসেছেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক খাইরুল কবির বার্তা২৪.কম-কে বলেন, ‘ইঞ্জিন বিকল হওয়ায় বিকালে বাংলাদেশ বিমানের একটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছিল। যাত্রীরা সবাই নিরাপদে আছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সিঙ্গাপুর থেকে আসা বিমানটি ঢাকায় নামার কথা ছিল। ডান ইঞ্জিন বিকল হওয়ায় চট্টগ্রাম বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানটিতে ১০০ জন যাত্রী ছিল। তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং সবাই নিরাপদ রয়েছেন।’

জানা গেছে, সোমবার (৮ এপ্রিল) বিকাল ৫টা ২০ মিনিটে বিমানটি নিরাপদে জরুরি অবতরণ করার আগেই শাহ আমানত আন্তর্জাতিবক বিমানবন্দরে সকল জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রস্তুত রাখা হয়েছিল ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স।’

বিজ্ঞাপন

বিমানবন্দর সূত্রে জানা যায়, অবতরণের পরপরই ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স দ্রুত বিমানটির কাছাকাছি যাওয়ার জন্য রওনা হয়। তবে ক্যাপ্টেনের বার্তা পেয়ে ফেরত আসে। রানওয়ে থেকে বিমানটি নিরাপদ স্থানে নিয়ে আসেন পাইলট।

বাংলাদেশ বিমানের এই ফ্লাইটটি বিকল্প ব্যবস্থায় ঢাকায় পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।