চট্টগ্রামে তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

  • স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

অতিরিক্ত হিটের কারণে চট্টগ্রামের রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রের তারমইন সেকশনে আগুন লাগার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

সোমবার (৮ এপ্রিল) ৮টায় আগ্রাবাদে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রের তারমাইন সেকশনে অতিরিক্ত হিটের কারণে আগুন লেগে যায়। আগুন নিয়ন্ত্রণে আসলেও হিট কমানোর জন্য কাজ করছে ফায়ার সার্ভিস।

রাঙ্গুনিয়া ফায়ার স্টেশন থেকে দুটি এবং কাপ্তাই ও নগরীর কালুরঘাট ফায়ার স্টেশন থেকে চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে। রাত ৯ টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন