'চিকিৎসায় মানবতার বিকাশ ঘটাতে হবে'

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কিশোরগঞ্জে চিকিৎসক দম্পতি সম্বর্ধনা,  ছবি: বার্তা২৪.কম

কিশোরগঞ্জে চিকিৎসক দম্পতি সম্বর্ধনা,  ছবি: বার্তা২৪.কম

বার্তা২৪.কম-এর কন্ট্রিবিউটিং এডিটর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহফুজ পারভেজ বলেছেন, 'স্বাস্থ্যসেবা ও চিকিৎসায় মানবিক সেবাকে প্রাধান্য দিয়ে পেশাজীবন গড়তে হবে। একজন সুচিকিৎসকের জন্য মানবসেবা পরম লক্ষ্য হওয়া উচিত।'

শুক্রবার (১২ এপ্রিল) বিকেল ৪:০০ ঘটিকায় কিশোরগঞ্জস্থ প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ লেকচার গ্যালারিতে বিশিষ্ট ভাষাসংগ্রামী, মুক্তিযুদ্ধের সংগঠক, কিশোরগঞ্জের বরিষ্ঠ চিকিৎসক ডা. এ. এ. মাজহারুল হক এবং সমাজসেবী নূরজাহান বেগম প্রতিষ্ঠিত মাজহারুন-নূর ফাউন্ডেশন কর্তৃক ৫ম মাজহারুন-নূর ফাউন্ডেশন সম্মাননা ২০১৯ প্রদান কালে তিনি এ কথা বলেন। এতে ‘স্বাস্থ্যসেবা-শিক্ষায় পথিকৃৎ চিকিৎসক-দম্পতি: প্রফেসর ডা. আ ন ম নৌশাদ খান-ডা. সুফিয়া খাতুন’কে সম্মাননা দেওয়া হয়।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপ্যাল কর্নেল (অব.) প্রফেসর ডা. জেহাদ খানের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতির জেষ্ঠ্যপুত্র, সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মেদ তৌফিক।

বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী এবং পুলিশ সুপার, কিশোরগঞ্জ মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভূপেন্দ্র ভৌমিক দোলন, মোস্তফা কামাল, প্রাণেশকুমার চৌধুরী, মো. আরজ আলী, ডা. সুলতানা রাজিয়া, নাসিরউদ্দিন ফারুকী, মো. আশরাফুল ইসলাম, ফৌজিয়া জলিল ন্যান্সি, লুৎফুন্নেছা চিনু, ডা. মো. গোলাম হোসেন, শাহ ইসকান্দার আলী স্বপন, মো. বদরুল হুদা সোহেল প্রমুখ।