ঘূর্ণিঝড় ফণী

চট্টগ্রামে জরুরি সভা, ব্যাপক প্রস্তুতি, মাইকিং

  • স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় জরুরি সভা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যায় জেলা প্রশাসকের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. দেলোয়ার হোসেন বলেন, বর্তমানে ১০ হাজার স্বেচ্ছাসেবক এবং ৪৭৯টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। চট্টগ্রাম বিভাগের সরকারী কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া সরকারি কর্মকর্তাদের শুক্রবারে কর্মস্থলে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বার্তা২৪.কমকে তিনি বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিং করে ২৪টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুইটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। ত্রাণসামগ্রী মজুদ রাখা হয়েছে। এর মধ্যে চাল ৪২০ মেট্রিক টন, শুকনো খাবার ছয় হাজার ৫০০ প্যাকেট, নগদ নয় লাখ টাকা।

‘এছাড়া ২৮৪টি মেডিক্যাল টিম, ৪৭৯টি সাইক্লোন শেল্টার ও দুই হাজার ২৬৯টি প্রাথমিক বিদ্যালয়। জনস্বাস্থ্য প্রকৌশল থেকে ৫০ হাজার পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রস্তত রাখা হয়েছে। ঘরবাড়ি বিধ্বস্থ হলে ৭০০ বান্ডিল ঢেউটিন প্রস্তুত রাখা হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি জানান, সন্ধ্যা থেকে প্রত্যেক উপজেলায় মাইকিং করা হচ্ছে। সেনাবাহিনী, পুলিশ, নৌপুলিশ, কোস্টগার্ড প্রস্তুত রাখা হয়েছে।