চট্টগ্রামের জেলাগুলোতে পাশের হার বাড়লেও কমেছে নগরে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ফলাফলের পর ছেলেদের উল্লাস, ছবি: বার্তা২৪

ফলাফলের পর ছেলেদের উল্লাস, ছবি: বার্তা২৪

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ফলাফল বিশ্লেষণে গত বছরের চেয়ে এবার চার জেলায় ফলাফলের হার বৃদ্ধি পেয়েছে। কমেছে চট্টগ্রাম নগরের পাসের হার।

সোমবার (৬ মে) দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ঘোষিত ফলাফলে দেখা যায়, চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি ও কক্সবাজার এলাকায় এসএসসিতে গত বছরের তুলনায় এবার পাশের হার বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞাপন

বান্দরবানে এবার পাসের হার ৬৫ দশমিক ৩৬। যা গতবছর ছিল ৫৭ দশমিক ৫২ শতাংশ। খাগড়াছড়িতে এবার পাসের হার ৬৫ দশমিক ৪৬। গতবছর ছিল ৫০ দশমিক ৫২ শতাংশ। রাঙামাটিতে এবার পাসের হার ৬৮ দশমিক ৭৫ শতাংশ। যা গতবছর ছিল ৬২ দশমিক ৭২ শতাংশ। কক্সবাজারে এবার পাসের হার ৭৮ দশমিক ৪৮ শতাংশ। যা গতবছর ছিল ৭৪ দশমিক ২৯ শতাংশ।

এছাড়াও চট্টগ্রামের মেট্রোপলিটন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাসের হার ১ শতাংশ কমেছে। এবার পাসের হার ৮৪ দশমিক ৩৮ শতাংশ। যা গতবছর ছিল ৮৫ দশমিক ২২ শতাংশ।

বিজ্ঞাপন

এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান বার্তা২৪কে বলেন, ‘এবার বাংলাতে বেশি সংখ্যক শিক্ষার্থী ফেল করেছে। এছাড়া বিজ্ঞান ও ব্যাংকিং বিষয়টিও ফলাফলের উপর প্রভাব ফেলেছে। পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীরা বারবার ফলাফল খারাপ করায় স্কুল কমিটিগুলো অভিভাবকদের সমন্বয়ে সভা করে তাগাদা দেওয়া হয়েছিল। তাই এবার ভালো করেছে। নগরের যে স্কুল খারাপ করেছে আমাদের পরামর্শ থাকবে ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি যাতে আগামীতে ফলাফল ভালো হয়।’

এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মোট ১৯০টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৪৯ হাজার ৯৯২জন। শিক্ষাবোর্ডের পাসের হার ৭৮ দশমিক ১১ শতাংশ। যা গত বছর ছিল ৭৫ দশমিক ৫০ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৩৯৩ জন।