২৪ ঘণ্টার মধ্যে কোরবানি বর্জ্য অপসারণ করবে দুই সিটি



সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
দুই সিটি করপোরেশন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

দুই সিটি করপোরেশন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

  • Font increase
  • Font Decrease

প্রতি বছরের মতো এবারও ২৪ ঘণ্টার মধ্যে কোরবানি বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে দুই সিটি করপোরেশন।

চাঁদের হিসাব অনুযায়ী আগামী ১২ আগস্ট সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। আর কয়েক দিন বাদেই রাজধানীর বিভিন্ন জায়গায় অস্থায়ী হাট বসবে।

ঈদুল আজহার সময় পশুর হাট ও মহানগরীর অলিগলি পরিষ্কার করা একটা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জকে মোকাবিলা করে গত দুই বছর ঘোষিত ২৪ ঘণ্টার মধ্যেই রাজধানী পরিষ্কার করার দক্ষতা দেখিয়েছে দুই সিটি করপোরেশন। এবারও সেই লক্ষ্যেই কাজ করবে দুই সিটি করপোরেশন।

এবারও দুই সিটিতে ৫ লাখের অধিক পশু কোরবানি হবে বলে মনে করছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। গত বছর ঢাকা উত্তর সিটিতে কোরবানি হয়েছিল ২ লাখ ৩২ হাজার পশু। এবারও এই সংখ্যক বা তার থেকে বেশি পশু কোরবানি হবে বলে মনে করছে উত্তর সিটি করপোরেশন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটিতে কোরবানির প্রত্যাশা ২ লাখ ৭৫ হাজার বা তার চেয়ে বেশি পশুর।

কোরবানি বর্জ্য অপসারণে দুই সিটির নিয়মিত পরিচ্ছন্নতা কর্মীর পাশাপাশি অতিরিক্ত পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত থাকবে। এবার ডিএনসিসি’র ২ হাজার ৭০০ নিয়মিত পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে অতিরিক্ত থাকবে ৬ হাজার ৮০০ জন। অন্যদিকে ডিএসসিসি’র নিয়মিত পরিচ্ছন্নতা কর্মী থাকবে ৫ হাজার ২৪০ জন। আর অস্থায়ী পরিচ্ছন্নতা কর্মী (যারা বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে) এরকম প্রায় ৩ হাজার কর্মী কাজ করবে।

অর্থাৎ দুই সিটিতে ১৭ হাজার ৭৪০ জন পরিচ্ছন্নতা কর্মী কাজ করবে। এবারও ২৪ ঘণ্টার মধ্যেই কোরবানি বর্জ্য অপসারণ করে পরিচ্ছন্ন নগরী উপহার দিতে চান দুই মেয়র।

কোরবানির বর্জ্য নির্দিষ্ট সময়ের মধ্যে অপসারণের লক্ষ্যে দুই সিটির প্রতিটি ওয়ার্ডে ৫টি করে জায়গা নির্ধারণ করে দেওয়া হবে। ওই নির্ধারিত জায়গায় ত্রিপলসহ ইমাম, কসাই এর ব্যবস্থা করবে সিটি করপোরেশন। নগরবাসী সেবা মূল্য দিয়ে কসাই ও ইমামদের সেবা গ্রহণ করতে পারবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রতিদিন ২৫০০ থেকে ৩০০০ মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হলেও কোরবানির সময় গতবছরের হিসেবে ২৪ ঘণ্টায় ১৯ হাজার ২০০ মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হয়েছে। কাজেই বাড়তি বর্জ্য অপসারণের জন্য সার্বিক প্রস্তুতি নিয়ে রাখছে তারা। এ বছর দক্ষিণে ১২০০-১৫০০টি জায়গা চিহ্নিত করে দেওয়া হবে। ওই চিহ্নিত স্থানে কোরবানি করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হবে।

কোরবানির বর্জ্য অপসারণের বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. জাহিদ হোসেন বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। আমরা চাইব প্রতি বছর অবস্থার উন্নতি ঘটাতে। গত বছরের মতো এবারও ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করতে চাই। আমাদের দক্ষিণে ১৪টি হাট বসবে। এইসব হাটের জায়গাসহ অন্যান্য স্থান পরিষ্কার করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমাদের প্রতিটি ওয়ার্ডে অন্তত ৫টি করে পশু জবাই স্থান থাকবে। মানুষের সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় নির্দেশনা ও কসাই, ইমামদের নাম মোবাইল নম্বর ও যে এলাকায় থাকবেন তার ঠিকানা প্রতিটি হাটে বড় স্ক্রিন বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে।’

নিরবিচ্ছিন্নভাবে বর্জ্য অপসারণের জন্য বর্জ্যবাহী ট্রাক, পে-লোডার, হুইল ডোজার, বেকহো লোডার,স্কিপ লোডার, ডাম্প ট্রাক, পানির গাড়ির ব্যবস্থা থাকবে।

   

রিমালে ক্ষতিগ্রস্ত কুড়িগ্রামের বিদ্যুৎ সংযোগ, জনজীবনে দুর্ভোগ

  ঘূর্ণিঝড় রিমাল



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুড়িগ্রাম
ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

  • Font increase
  • Font Decrease

ঘূর্ণিঝড় রিমালের কারণে উত্তরের জেলা কুড়িগ্রামে গতকাল (সোমবার) থেকেই প্রভাব পড়তে শুরু করে। বিশেষ করে গতকাল বিকেল থেকে দমকা হাওয়ার সাথে ভারী বৃষ্টি শুরু হওয়ায় থমকে যায় কুড়িগ্রামের জনজীবন।

গতকাল (২৭ মে) রাতের ঝড়ো বাতাসের কারণে রাত ১০টার পর থেকে বন্ধ থাকে প্রায় পুরো জেলার বিদ্যুৎ সংযোগ। মঙ্গলবার (২৮ মে) এখন পর্যন্ত (সকাল ১১ টা) জেলার ৯টি উপজেলার মাত্র ২ টিতে প্রায় পুরোপুরি বিদ্যুৎ লাইন সচল করতে পেরেছে পল্লী বিদ্যুৎ বিভাগ। অপরদিকে কুড়িগ্রাম সদর উপজেলার ৯টি ফিডারের মধ্যে ৫টি ফিডার চালু করতে পেরেছে নেসকো। রাতে সর্বোচ্চ বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে ৪০ কিলোমিটার/ঘণ্টা এবং গত ২৪ ঘন্টায় ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সংশ্লিষ্ট আবহাওয়া অফিস ও বিদ্যুৎ অফিসে কথা বলে এসব তথ্য জানা গেছে।

লালমনিরহাট-কুড়িগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মহিতুল ইসলাম জানান, 'গতকাল রাতের ঝড়ে প্রায় সব উপজেলার বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠে আমাদের কর্মীরা কাজ করছে। সরেজমিনে গিয়ে বিদ্যুতের লাইনের পরিস্থিতি দেখে তারপর চালু করা হচ্ছে। ইতিমধ্যে জেলার ১৫টি সাবস্টেশনের এর মধ্যে ১২টি চালু করা হয়েছে। তবে চালু হওয়া সাবস্টেশনগুলোর আওতায় সকল লাইন চালু নেই। আশা করছি দুপুর ২টা নাগাদ প্রায় সকল লাইন চালু করা সম্ভব হবে। এটা নির্ভর করবে লাইন কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তার উপর।'

নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এর কুড়িগ্রাম অফিসের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান জানান, 'নেসকো'র অধীনে থাকা ৯টি ফিডারের ৫ টি চালু করা হয়েছে। বাকিগুলো দ্রুত চালু করার কাজ চলছে।'

এদিকে রাত ১০টা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় কুড়িগ্রাম শহরেই ছাত্রাবাসগুলোতে তীব্র পানির সংকট দেখা দিয়েছে। জরুরী প্রয়োজনের পাশাপাশি খাবার পানির তীব্র সংকটে রান্না হচ্ছেনা ছাত্রাবাসগুলোতে।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিস জানিয়েছে, রাতে সর্বোচ্চ বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে ৪০ কিলোমিটার/ঘণ্টা এবং গত ২৪ ঘণ্টায় ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অপরদিকে আজকে (মঙ্গলবার) ঝড়ো হাওয়ায় সম্ভাবনা না থাকলেও হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে রংপুর আবহাওয়া অফিস। বুধবার থেকে আবহাওয়া স্বাভাবিক হওয়ার কথাও জানিয়েছে তারা।

;

ঝড়ে উদ্ধার কাজ করতে গিয়ে ফায়ারফাইটারের মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে পড়ে যাওয়া গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন (২১) নামে একজন ফায়ারফাইটারের মৃত্যু হয়েছে। 

সোমবার (২৭ মে) দিবাগত রাত সাড়ে ১২  ফায়ারফাইটার রাসেল খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (২৮ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার। 

তিনি জানান, সোমবার সারাদেশে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমালের ফলে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকায় গাছ পড়ে যায়। রাত ১০টার সময় সংবাদ পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায় এবং গাছ অপসারণ করতে থাকে। গাছ অপসারণের এক পর্যায়ে আকস্মিক বিদুৎ চলে আসায় ফায়ারফাইটার রাসেল বিদ্যুতায়িত হন। গুরুতর আহত অবস্থায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়া হলে চিকিসাধীন অবস্থায় রাসেলকে মৃত্যুবরণ করেন।

রাসেল হোসেনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

ফায়ারফাইটার রাসেল হোসেন-এর বাড়ি ঢাকার ধামরাইয়ের বাসনা গ্রামে। তিনি ২০২৩ সালে একজন ফায়ারফাইটার হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন।

;

বৈরী আবহাওয়ার পর সৈয়দপুরে বিমান চলাচল স্বাভাবিক



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,নীলফামারী
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নীলফামারীর সৈয়দপুরে বৈরী আবহাওয়ার পর বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। প্রায় ১৭ ঘণ্টা পর বিমান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ। এতে সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিমান চলাচল স্বাভাবিক হয়।

তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে গতকাল দুপুর থেকে বিমান চলাচল বন্ধ ছিল। এতে ছয়টি ফ্লাইট বাতিল হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলার মধ্যে বাংলাদেশ বিমানের একটি, ইউএস-বাংলার একটি ও নভোএয়ারের একটি করে আরও তিনটি ফ্লাইট রয়েছে। আজ সকালে আবহাওয়া স্বাভাবিক হলে বিমান চলাচল স্বাভাবিক হয়।

;

মোবাইল কিনতে বাবার ট্রাঙ্ক থেকে ৫০ হাজার টাকা নিয়ে ঢাকায় শিশু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে বিভিন্ন মোবাইল ফোন বিক্রেতাদের ভিডিও দেখে ১০ বছরের শিশু জানতে পারে রাজধানীর কারওয়ান বাজারে বসুন্ধরা শপিং মলে মোবাইল ফোন কিনতে পাওয়া যায়। এই ভিডিও দেখে ট্রাঙ্ক থেকে বাবার ব্যবসার ৫০ হাজার টাকা চুরি করে শেরপুর থেকে ঢাকায় আসে ওই শিশু। পরবর্তীতে মার্কেটের নিরাপত্তা কর্মীরা শিশুটিকে সন্দেহ জনক ঘোরাঘুরি করতে দেখে রোববার (২৬ মে) রাতে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

সোমবার (২৭ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, রোববার রাতে বসুন্ধরা শপিং মলের নিরাপত্তা কর্মীদের তথ্যের ভিত্তিতে এক শিশুকে হেফাজতে নেওয়া হয়।

জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, ইউটিউবে দেখে ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে বিভিন্ন ব্র্যান্ডের নিত্যনতুন মোবাইল সেট পাওয়া যায়। তখনই সে ঢাকায় এসে মোবাইল কেনার পরিকল্পনা করে। প্রথমে সে তার বাসা থেকে কাউকে কিছু না বলে বাবার জমানো ৫০ হাজার টাকা নিয়ে নেয়। বিভিন্ন মানুষের কাছ থেকে জিজ্ঞেস করে প্রথমে শেরপুর থেকে ঢাকা মহাখালী আসে। মহাখালীতে নেমে একইভাবে মানুষকে জিজ্ঞেস করতে করতে কারওয়ান বাজার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে চলে আসে। এখানে এসেই মোবাইল দোকানের সামনে ঘুরঘুর শুরু করে। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে মার্কেটের নিরাপত্তাকর্মীরা তাকে জিজ্ঞাসাবাদ করে। এসময় তার সঙ্গে এতগুলো টাকা দেখে নিরাপত্তাকর্মীরাও ভড়কে যান। এরপর তারা পুলিশকে জানালে পুলিশ শিশুটিকে হেফাজতে নেয়।

ওসি মহসীন আরও বলেন, শিশুটি দূরন্ত টাইপের। সে মোবাইল কেনার জন্য ঘরের ট্রাঙ্কে বাবার ব্যবসার জন্য রাখা টাকা নিয়ে ঢাকা চলে আসে। পরে শিশুটিকে তার চাচার জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

;