খুলনায় ৫ লাখ শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে
খুলনায় পাঁচ লাখের অধিক শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। আগামী ১ হতে ৭ অক্টোবর জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে এ পাঁচ লাখ ৪৩ হাজার ৭৯২ শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) নগরীর স্কুল হেলথ ক্লিনিক সম্মেলন কক্ষে একটি জেলা এ্যাডভোকেসি সভায় এ তথ্য জানান। খুলনা সিভিল সার্জন দপ্তর এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ এএসএম আব্দুর রাজ্জাক।
সভায় জানানো হয়, আগামী ১ হতে ৭ অক্টোবরে খুলনায় সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পাঁচ হতে ১৬ বছর বয়সী শিশুদের কৃমিনাশক (মেবেন্ডাজল ৫০০ মি.গ্রাম) ট্যাবলেট খাওয়ানো হবে। স্কুল কেন্দ্রে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরের সমবয়সী শিশুদেরকেও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। এছাড়া একই বয়সী পথশিশু, কর্মজীবী শিশু, বিদ্যালয় হতে ঝরে পড়া সকল শিশুকেও ওষুধ সেবনের আওতায় আনা হবে। কৃমিমুক্ত সুস্থ্য সবল জাতি গঠনই এই কর্মসূচির উদ্দেশ্য।
২০০৮ সাল থেকে প্রতিবছর ছয় মাস অন্তর কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। আগামী অক্টোবরে ২৩তম কর্মসূচির মাধ্যমে সারা দেশে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন করা হবে।
এবারে খুলনা জেলার নয়টি উপজেলা ও দুইটি পৌরসভাসহ দুই হাজার ১৪৩টি সরকারি প্রাথমিক, মাধ্যমিক ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট তিন লাখ ৯৪ হাজার ২২ শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এছাড়া খুলনা মহানগরীতে পাঁচশ ৯১টি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে এক লাখ ৪৯ হাজার সাতশ ৭০ শিশুকে এ ট্যাবলেট খাওয়ানো হবে। সব মিলিয়ে পাঁচ লাখ ৪৩ হাজার ৭শ ৯২ শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।