‘শুদ্ধি অভিযানে আরও অনেক রাঘব বোয়াল ধরা পড়বে’
দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযানে আরও অনেক রাঘব বোয়াল ধরা পড়বেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, ‘বিগত দিনে যারা গ্রেফতার হয়েছেন তারা কেউ ছোট-খাটো অপরাধী নয়। সামনে আরও অনেক অপরাধীই ধরা পড়বেন।’
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
চলমান দুর্নীতি বিরোধী অভিযানের বিষয়ে তিনি বলেন, ‘অভিযান অব্যাহত থাকবে। এতো তাড়াতাড়ি ফলাফল পাওয়া যাবে না। অভিযান চলছে চলবে। অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে।’
সেতুমন্ত্রী বলেন, ‘নভেম্বরের মধ্যে আওয়ামী লীগের চারটি সহযোগী সংগঠন যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ এবং শ্রমিক লীগের সম্মেলন করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আমরা অফিসিয়ালি সম্মেলন করতে তাদের চিঠি দেবে, যেহেতু তৃণমূলের সম্মেলন হচ্ছে জেলা পর্যায়ে। এসব সম্মেলনে যেন কোন অনুপ্রবেশ করতে না পারে এবং কমিটিতে স্থান না পায় সে ব্যাপারে নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছি।’
অনুপ্রবেশকারীদের তালিকা প্রধানমন্ত্রী কাছে আছে জানিয়ে তিনি বলেন, ‘তৃণমূলে যাতে কোনো অনুপ্রবেশকারী, অপকর্মকারী না ঢুকতে পারে সেজন্য নেতাকর্মীদের সর্তক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভাগীয় পর্যায়ে বিগত দিনে অনুপ্রবেশকারীদের তালিকাও কেন্দ্র থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। যাতে নতুন নেতৃত্ব বাছাই করতে সুবিধা হয়। বিভাগীয় যে দায়িত্বে আছেন তাদের সে তালিকা অনুযায়ী যার যার এলাকার কমিটিকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন।’