সাগুফতা হাউজিংয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

অভিযোগকারীদের সংবাদ সম্মেলন

অভিযোগকারীদের সংবাদ সম্মেলন

সাগুফতা এন এম হাউজিং লিমিটেডের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছেন ৪০ ব্যক্তি। হাউজিং কোম্পানিটির বিরুদ্ধে বিগত কয়েক বছরে ২০টি মামলা এবং ২০০ জিডি করেছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ওই ৪০ ব্যক্তি।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনের আয়োজকরা জানান, পল্লবীর বাউনিয়ায় তাদের মতো আরও অনেকের জমি দখল করেছে প্রতিষ্ঠানটি। এ জন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।

লিখিত বক্তব্যে সাইদুর রহমান নামে এক ভুক্তভোগী বলেন, সরকারের অধিগ্রহণে প্রস্তাবিত ৯ একর ৯৬ শতাংশ এবং ৪ একর ৩৮ শতাংশ অর্থাৎ মোট ১৪ একর ৩৪ শতাংশ জমির মধ্যে সাগুফতা এন এম হাউজিংয়ের মাত্র ৫০ শতাংশ রেকর্ড করা। বাকি সম্পত্তির মালিক উপস্থিত আমরা ৪০ জন ও অন্যরা।

বিজ্ঞাপন

তিনি বলেন, সাগুফতা এন এম হাউজিং লিমিটেড আমাদের রেকর্ডীয় জমি তাদের পালিত সন্ত্রাসী বাহিনী দিয়ে বেদখল করে রাখার জন্য বিভিন্ন ধরনের ভয়-ভীতি, হুমকি-ধমকি দিয়ে আসছে।

সাইদুর রহমান বলেন, সাগুফতা এন এম হাউজিং লিমিটেডের অবৈধ ও বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে আমরা প্রকৃত ভূমি মলিকরা ২০০৭ সাল থেকে আজ পর্যন্ত সংশ্লিষ্ট থানায় ২০০ এর বেশি ডিজি করেছি। ২০টি মামলা করেছি। তাদের এ দখলবাজির বিরুদ্ধে বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়। তারপরও সরকারি কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে তাদের সন্ত্রাসী কার্যক্রম চলছেই।

তিনি আরও বলেন, আমাদের রেকর্ডীয় জমি বিভিন্ন ক্রেতাদের কাছে বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করছে সাগুফতা এন এম হাউজিং লিমিটেড। সাগুফতা এন এম হাউজিং লিমিটেড কখনোই এই জমির মালিক ছিল না এবং ভবিষ্যতেও ক্রেতাদের কখনও এসব জমি বুঝিয়ে দিতে পারবে না।

সাইদুর রহমান বলেন, এ জমি যদি সরকার অধিগ্রহণ করে তাহলে ভূমির প্রকৃত মালিকরা সাগুফতা এন এম হাউজিং লিমিটেডের সন্ত্রাসী ও বেআইনি কার্যকলাপ থেকে রক্ষা পাবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।