নিজেদের বাদশা, জনগণকে প্রজা ভাবা পুলিশ দরকার নেই: ডিএমপি কমিশনার

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম, ছবি:

ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম, ছবি:

নিজেদের বাদশা ও জনগণকে প্রজা মনে করা পুলিশ সদস্যদের দরকার নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০১৯’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

শফিকুল ইসলাম বলেন, ‘বাদশাহী ভাব নিয়ে চলা পুলিশ সদস্যদের ডিএমপিতে থাকার দরকার নেই। পুলিশের পোশাক-পরিচ্ছেদ থেকে শুরু সবকিছু জনগণের ট্যাক্সের টাকায় হয়। তাই যেসব পুলিশ নিজেদের বাদশা আর জনগণকে প্রজা ভাবেন তাদের ডিএমপিতে চাকরি করার দরকার নেই। তারপরেও আমাদের কিছু পুলিশ অফিসারদের ভেতরে ভাব এরকম যে তারা বাদশা, আর জনগণ তাদের প্রজা।‘

তিনি বলেন, ‘নাগরিকদের ট্যাক্সের টাকায় আমাদের মাথার টুপি থেকে শুরু করে পায়ের জুতা পর্যন্ত কেনা হয়। এছাড়া আমাদের সন্তানের লেখাপড়া থেকে শুরু করে আমাদের পেট চলা সবকিছু জনগণের টাকায়।’

বিজ্ঞাপন

শফিকুল ইসলাম বলেন, ‘আমি পরিষ্কার বলে দিতে চাই এই বোধ নিয়ে ডিএমপিতে কেউ চাকরি করতে পারবেন না। এই মহানগরের প্রতিটি মানুষের পুলিশের কাছ থেকে যে সম্মান-শ্রদ্ধা পাওয়ার কথা তা তাদের দিতে হবে। আমরা সমস্ত দুর্নীতিবাজ লোকজনকে (অসৎ পুলিশ সদস্য) একটি সভ্য সমাজে পুলিশের দায়িত্ব দিয়ে রাখব না।‘

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিতি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আরও অনেকে।