'জিপিএ-৪' ২০২০ সাল থেকে কার্যকর হবে: শিক্ষামন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী বছর অর্থাৎ ২০২০ সাল থেকে সরকারি সকল পাবলিক পরীক্ষায় জিপিএ ৪ পদ্ধতির বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সচিবালয়ে জেএসসি ও জেডিসি পরীক্ষা উপলক্ষে এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাতে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, এটা নিয়ে আমরা আমাদের পরিসরে কথা বলেছি। এটা এবছর থেকে কার্যকর হবে না। এই পদ্ধতিটি আগামী বছর থেকে ইন্ট্রোডিউজ করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।

এখন ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শিক্ষা ক্ষেত্রে সমতার ব্যত্যায় ঘটছে এমন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আমরা যদি ২০০৮ সাল থেকে দেখি সেখানে গ্রাফিক্যাল তথ্য রয়েছে। ক্রমান্বয়ে ২০১৮ সাল পর্যন্ত এই অসমতা কমেছে। এটা ২০১৯ সালে এসেও আমরা আশা করছি ড্রপ আউট কমবে। এ পর্যন্ত একবারও ড্রপ আউট বাড়েনি, এটা ক্রমান্বয়ে কমেছে।

বিজ্ঞাপন