রূপনগরে সিলিন্ডার বিস্ফোরণ, বেলুন বিক্রেতা আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় বেলুন বিক্রেতা আবু সাঈদকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে পুলিশ তাকে পঙ্গু হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় আটক করে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এই তথ্য নিশিচত করেছেন।

তিনি বলেন, তাকে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। আবু সাঈদের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা। মিরপুরের দুয়ারীপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় তিনি থাকেন। সাঈদ একটি পোশাক কারখানায় এবং টেইলার্সের দোকানে কাজ করতেন। সেই কাজ ছেড়ে রঙিন গ্যাস বেলুনের ব্যবসা শুরু করেছে ১৫-২০ দিন থেকে। চকবাজার থেকে কেমিক্যাল কিনে নিজেই গ্যাস উৎপাদন করতেন। অবৈধ বিস্ফোরক দ্রব্য রাখা ও হত্যার অভিযোগে তার নামে মামলা করা হবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বুধবার বিকেল পৌনে ৪টায় রূপনগর আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জন শিশুর মৃত্যু হয়েছে। আহত ১৫ জনকে ঢামেকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১২ শিশু, ২ জন পুরুষ ও একজন নারী রয়েছে। পুলিশ জানিয়েছে, বেলুন বিক্রেতার কাছে থাকা সিলিন্ডার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।

আরও পড়ুন: মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ শিশুর মৃত্যু 

বিকট শব্দ, পেছনে তাকাতেই চার শিশুর রক্তাক্ত শরীর!

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ জন বার্ন ইনস্টিটিউটে