গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ জন বার্ন ইনস্টিটিউটে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

রাজধানীর মিরপুরে রূপনগর আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে। এই দুইজনের শরীরে ৬০-৭০ শতাংশ অংশ পুড়ে গেছে।

বুধবার (৩০ অক্টোবর) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা.উত্তম কুমার বড়ুয়া সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

অধ্যাপক ডা.উত্তম কুমার বড়ুয়া বলেন, রূপনগর আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ছয় শিশু নিহত হয়েছে। এছাড়া আমাদের হাসপাতালে এ ঘটনায় আহত ৭ জন চিকিৎসা নিতে আসেন। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক ছিল তাই তাদের উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, আহত বাকি পাঁচ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন ভালো আছেন।

বিজ্ঞাপন

বুধবার বিকেল পৌনে ৪টায় রূপনগর আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, রূপনগরের ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে ঢামেকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১২ শিশু, ২ জন পুরুষ ও একজন নারী রয়েছে।

আরও পড়ুন: মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ শিশুর মৃত্যু 

বিকট শব্দ, পেছনে তাকাতেই চার শিশুর রক্তাক্ত শরীর!

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ জন বার্ন ইনস্টিটিউটে