আদিবাসী পল্লীর আশ্রয়ণ প্রকল্পে আগুন, কোটি টাকার ক্ষতি!

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।  ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

রংপুরের মিঠাপুকুরে আদিবাসী পল্লীর আশ্রয়ণ প্রকল্পের একটি ব্যারাকে অগ্নিকাণ্ডে ১০টি ঘর পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। আগুনে অন্তত এক কোটি টাকার ক্ষতি হয়েছে।

শনিবার (২ নভেম্বর) দুপুরে মিঠাপুকুরের দুর্গাপুর ইউনিয়নের বিনোদপুর আদিবাসী পল্লীর আবাসন প্রকল্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এদিকে মিঠাপুকুর ও পীরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ দুর্ঘটনায় আদিবাসী পল্লীর আবাসন প্রকল্পের একটি ব্যারাকের ১০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবারগুলোর নগদ টাকাসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে কীভাবে এ আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের রংপুর বিভাগের সহকারী উপ-পরিচালক ওয়াহেদুজ্জামান জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে।