'ঘর থেকে নারীদের বের হতে হবে'
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, ঘরে বসে থেকে জয়ী হওয়া যায় না। হতাশাকে পেছন ফেলতে হবে। মানুষের জীবনে চলার পথে বাধা আসবেই। তাই বলে থেমে থাকা যাবে না। জয়ী হতে চাইলে নারীদের ঘর থেকে বের হতে হবে। পুরুষের পাশাপাশি নারীরা যত অগ্রসর হবে, দেশ ততই উন্নত হবে।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে রংপুর আরডিআরএস মিলনায়তনে রংপুর বিভাগের জয়িতাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, যারা বাধাকে ডিঙিয়ে সামনে এগিয়ে যাবার জন্য সব সময় লড়াই করেছেন, আজ তারাই জীবনযুদ্ধে জয়ী। এ যুদ্ধ কারো জন্য থেমে থাকে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক বদরুন নেছা, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম।
'জয়িতা অন্বেষণে বাংলাদেশ' শীর্ষক এই আয়োজনে রংপুর বিভাগের আট জেলা থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ৪০ জনকে নির্বাচিত করা হয় এবং প্রত্যেককে ক্রেস্ট প্রদান করা হয়। নির্বাচিত ৪০ থেকে সেরা ১০ জয়িতাকে নির্বাচিত করা হয়। এদের মধ্য থেকে চূড়ান্ত পর্বে রংপুর বিভাগের শ্রেষ্ঠ জয়িতা হিসেবে ৫ জনকে সম্মাননা স্মারক, উত্তরীয় ও সনদ প্রদান করা হয়।