স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিবহন শ্রমিকদের বৈঠক

  পরিবহন ধর্মঘটে ভোগান্তি
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য প‌রিষদের নেতারা

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য প‌রিষদের নেতারা

বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য প‌রিষদের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (২০ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসভবনে এই বৈঠকে শুরু হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য প‌রিষদের আহ্বায়ক রুস্তম আলীর নেতৃত্বে ২০ সদস্যের একটি দলের সঙ্গে মন্ত্রীর বৈঠক চলছে।

এদিকে সরেজমিনে দেখা যায়, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বৈঠকে অংশগ্রহণ করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় প্রবেশ করেছেন।

বিজ্ঞাপন

এর আগে গতকাল রাতে ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির কিছু নেতার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী তার মনিপুরী পাড়ার বাসায় মতবিনিময় করেছেন। মতবিনিময়ের সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার সারাদেশ থেকে সংগঠনের নেতারা ঢাকায় আসছেন এবং মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন।

অন্যদের মধ্যে বৈঠকে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।