‘সৌদিতে নারী কর্মী পাঠানো বন্ধ হবে না’

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সংবাদ সম্মেলন/ ছবি: বার্তা২৪.কম

বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সংবাদ সম্মেলন/ ছবি: বার্তা২৪.কম

সৌদি আরবে নারী কর্মী পাঠানো বন্ধ হবে না জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, নারীদের অধিকার রয়েছে বিদেশে কাজ করার। তাই নারী কর্মীরা যেতে চাইলে আমরা বাধা দিতে পারি না।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় সিলেট সার্কিট হাউজে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, সৌদি আরবে প্রায় দুই লাখ নারী কর্মরত আছেন। তাদের মধ্যে কিছু নারী কর্মী নির্যাতনসহ সমস্যার শিকার হচ্ছেন।

ইমরান আহমেদ বলেন, সম্প্রতি আমরা নতুন কয়েকটি শ্রমবাজার খুঁজে বের করেছি। কম্বোডিয়া, চীন ও সিসেলস আমাদের নতুন শ্রম বাজার। সে সব দেশে কর্মী পাঠানো শুরু হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, পূর্বের মতো অদক্ষ কর্মীর চাহিদা এখন আর বিদেশের শ্রম বাজারে নেই। এখন চাহিদা শুধু দক্ষ কর্মীর। প্রশিক্ষণ নিয়ে বিদেশ গেলে অধিক বেতন ও নিরাপত্তা নিশ্চিত হবে। আমরা শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান, সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম প্রমুখ।