চীনা নাগরিকের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ৩

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

চীনা নাগরিক জিয়াংফ্রি

চীনা নাগরিক জিয়াংফ্রি

রাজধানীর বনানীতে মাটিতে পুতে রাখা অবস্থায় এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজন নিরাপত্তা কর্মীকে আটক করেছে বনানী থানা পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে বনানীর ২৩ নম্বর রোডের ৮২ নম্বর বাড়ির পাশের মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করা হয়। বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন  বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া।

বিজ্ঞাপন

ওসি বলেন, জিয়াংফ্রি নামে ওই বিদেশি নাগরিক বনানীর ২৩ নম্বর রোডের ৮২ নম্বর বাসায় থাকতেন। পদ্মা সেতুতে পাথর সরবরাহসহ সরকারের কয়েকটি মেগা প্রকল্পে কাজ করতেন তিনি। সে ওই ভবনের লেভেল-৬ বা ৭ তলায় থাকতেন। দুপুরে খবর পেয়ে বাড়িটির পেছন থেকে মরদেহটি মাটিচাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়।

নিহতের মরদেহ বনানী থানায় রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত তার মৃত্যুর কোনো রহস্য উদঘাটন হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন