শীতবস্ত্র পেল এতিম শিশুরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

এতিম দুস্থ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ। ছবি: বার্তা২৪.কম।

এতিম দুস্থ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ। ছবি: বার্তা২৪.কম।

রংপুর মহানগরীতে এতিম দুস্থ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার বন্ধনে রংপুর।

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

বিজ্ঞাপন

আবু হোরায়রা (রা:) হাফেজিয়া মাদরাসা প্রাঙ্গণে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ প্রধান অতিথি হিসেবে মাদরাসার লিল্লাহ্ বোডিং ও এতিমখানার শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেন।

এ সময় আরপিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) উজ্জ্বল কুমার রায়, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) জমির উদ্দিন, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) ফরহাদ ইমরুল কায়েস, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) নাজরান রউফসহ রংপুর রেস্তোরাঁ মালিক সমিতি ও রংপুর মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

শীতবস্ত্র বিতরণ শেষে আরপিএমপি ও মানবতার বন্ধনে রংপুর সংগঠনের ভূয়সী প্রশংসা করেন মাদরাসার পরিচালনা পর্ষদ।

উল্লেখ্য, মানবতার বন্ধনে রংপুরের আয়োজনে প্রতিদিন মহানগরীর বিভিন্ন স্থানে ও শিক্ষা প্রতিষ্ঠানে অসহায়, এতিম ও দুস্থদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ সহ সেবামূলক সহায়তা করে আসছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।