সিলেটে বিএনপি-যুবলীগ নেতাকর্মীদের ধাক্কাধাক্কি
বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা জানাতে গিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিএনপি ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে শহীদ মিনারে ফুল দিতে উপস্থিত হন সিলেট জেলা-মহানগর বিএনপির নেতারা। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়া মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। এছাড়া তারা তারেক রহমান ও জিয়াউর রহমানের নামেও স্লোগান দেন। প্রায় ৩০ মিনিট লাইনে দাঁড়ানো অবস্থায় তারা স্লোগান বন্ধ করেননি। সকাল ১০টার দিকে বিএনপির নেতারা ফুল দিয়ে বেরিয়ে যাওয়ার সময় যুবলীগের নেতাকর্মীরাও স্লোগান শুরু করেন। এক পর্যায়ে যুবলীগের কয়েকজন নেতা বিএনপির নেতাদের পেছনে ধাক্কা দেন। এসময় বিএনপি ও যুবলীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি স্লোগানে শহীদ মিনার প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার এসে পরিস্থিতি শান্ত করেন।
বিএনপি নেতা আলী আহমদও দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে বেরিয়ে যান।