চট্টগ্রামে লরি-প্রাইভেটকার সংঘর্ষে দুই মেয়েসহ বাবার মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি লরির সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে দুই মেয়েসহ বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে সীতাকুণ্ডের ফৌজদারহাট বাইপাস মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সাইফুজ্জামান (৪৫), দুই মেয়ে আশরা আনাম খান (১৩) ও তাসমিন জামান খান (১১)।

আহতরা হলেন- সাইফুজ্জামান মিন্টু এর স্ত্রী কনিকা আক্তার (৪০) এবং ছেলে মন্টু (১০)।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, আজ সকালে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা সাইফুজ্জামান মিন্টু পরিবার নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন। সীতাকুণ্ডের ফৌজদারহাট বাইপাস মোড়ে তাদের বহন করা প্রাইভেটকারটি আসলে ঢাকা থেকে আসা একটি লরির সঙ্গে ধাক্কা লাগে। এতে করে ঘটনাস্থলেই মারা যান সাইফুজ্জামানের দুই মেয়ে। আহত অবস্থায় সাইফুজ্জামানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসপাতালে চিকিৎসাধীন আছেন গুরুতর আহত সাইফুজ্জামানের ছেলে ও স্ত্রী।