কুমিল্লায় জেএসসিতে পাশের হার ৮৮.৮০ শতাংশ
কুমিল্লা শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় গত কয়েক বছরের তুলনায় এ বছর পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে। এই বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে জেএসসিতে পাশের হার ৮৮.৮০ শতাংশ। যা গত বছর ছিল ৮৬.৯৯ শতাংশ। আর ২০১৭ সালে ছিল ৬২.৮৩ শতাংশ।
আরও পড়ুন: জেএসসি-জেডিসিতে পাসের হার ৮৭.৯০ শতাংশ
এদিকে, পাশের হারের সঙ্গে এই বছর কুমিল্লা বোর্ডে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও। এবার জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৩১ জন শিক্ষার্থী। গত বছর এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৭৪২জন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এই ফলাফল ঘোষণা করেন।
আরও পড়ুন: জেএসসি-জেডিসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা
বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর কুমিল্লা বোর্ডের অধীনে ৬টি জেলার ১ হাজার ৯২৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ২ লাখ ৭০ হাজার ৯৭৪ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে পাশ করেছে ২ লাখ ৪০ হাজার ৬৬২ জন শিক্ষার্থী। শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা ২৩৯টি। যা গত বছর ছিল ১৫৮টি। এছাড়া এই বছর পাশের দিক থেকে এগিয়ে রয়েছে ছেলেরা। তবে জিপিএ ফাইভে এগিয়ে রয়েছে মেয়েরা।